সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সেতুটির নিমার্ণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থেকে কাজ দেখছিলেন আব্দুস সামাদ। এমন সময় পিলারে সরঞ্জাম বাঁধায় ব্যবহৃত একটি শেকল হঠাৎ করে ছিড়ে সজোরে আঘাত হানে আব্দুস সামাদের মাথায়। ।
আশেপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনইউ/জিপি/আরআই