ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে নির্মাণাধীন সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সিলেটে নির্মাণাধীন সেতুতে দুর্ঘটনায় একজনের মৃত্যু

সিলেট: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর উপর নির্মাণাধীন একটি সেতুতে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার শেকলের আঘাতে আব্দুস সামাদ (৬৫) নামে স্থানীয় এক ব্যবসায়ী মারা গেছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সেতুটির নিমার্ণ কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থেকে কাজ দেখছিলেন আব্দুস সামাদ। এমন সময় পিলারে সরঞ্জাম বাঁধায় ব্যবহৃত একটি শেকল হঠাৎ করে ছিড়ে সজোরে আঘাত হানে আব্দুস সামাদের মাথায়। ।

আশেপাশে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্ট‍া ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনইউ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।