ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভাষা সাহিত্য স্মারক প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
বরিশালে ভাষা সাহিত্য স্মারক প্রদর্শনীর উদ্বোধন বরিশালে ভাষা সাহিত্য স্মারক প্রদর্শনীর উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বরিশাল: একুশের চেতনা থাকুক চির জাগ্রত এ প্রত্যয় নিয়ে বরিশালে ভাষা সাহিত্য ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দু’দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাষা সৈনিক মো. ইউসুফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, সেক্টরস কমান্ডার ফোরাম বরিশাল নগর কমিটির সাধারণ সম্পাদক কাজল ঘোষ ও আয়োজক সংগঠন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ইউসুফ হোসেন বলেন, আমাদের চেতনার মূলে হলো একুশ। একুশে ফেব্রুয়ারি ভাষার মাসের এ দিনে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির এ প্রদর্শনী অনন্য। এখানে আসতে পেরে আমি আনন্দিত ও অভিভূত। এ প্রদর্শনী তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিলে আমাদের প্রাণের বাংলা ভাষা সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।

এসময় তিনি প্রতিবছর এ প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।