সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সহযোগিতার আহ্বান জানান এমপি বাদশা।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, এই মহানগরীর চিকিৎসা সেবাদানকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উন্নয়নে মহানগরীর সকলের সহযোগিতা একান্ত কাম্য। জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, নতুন অবকাঠামো নির্মাণ, বার্ণ ইউনিট স্থাপন, আইসিইউতে বেড বৃদ্ধি, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, এমআরআই মেশিন স্থাপন, নতুন ওটি চালু, সিসি ক্যামেরা ও মাইক সংযোজন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নতুন ডাক্তার ও নার্স নিয়োগ করা হয়েছে।
এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। দেশের এ বৃহত্তম চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটি রাজশাহীসহ দেশের বিভিন্ন হাসপাতালের চেয়ে উন্নত সেবা প্রদান করছে।
মহ বিনিময়সভায় আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ও রামেক হাসপাতালের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হাবিব।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর বেলাল আহম্মেদ, শাহজাহান আলী, কামরুজ্জামান, শাহনাজ বেগম শিখা, সামসুন নাহার, রাসিকের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলু, রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সারোয়ার জাহান, সকল কাউন্সিলর ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসএস/জিপি/আরআই