ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে সোয়াতের স্পেশাল টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
শহীদ মিনারে সোয়াতের স্পেশাল টিম শহীদ মিনার, ছবি: বাদল

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালনের মূল কেন্দ্রস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে সোয়াত সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে তাদের মোতায়েন করা হয়। এর আগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিরাপত্তা নিয়ে কথা বলেন।

সোমবার দিনগত রাতে (১২টা ১ মিনিটে) শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের সাধারণ মানুষ। সেকারণে রাত থেকে সকাল পর্যন্ত দায়িত্ব পালন করবে পুলিশের এই বিশেষ বাহিনী।

বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে টহল দেয় সোয়াত; সঙ্গে ডগ স্কোয়াড কে-নাইন এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট ছিল।

মনিরুল ইসলাম বলেন, অন্যান্যবারের তুলনায় এবার নিরাপত্তা অনেক বেশি। তবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং হলি আর্টিজানে হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।