বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ মনির হোসেন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে সালমান (১০)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, বিকেলে মনির হোসেন ও তার ছেলে সালমান নাঠৈ বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন।
এ সময় একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি মনির হোসেন ও সালমানকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত সালমানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএস/এজি/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।