সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে প্রফেসর কবি মুহম্মদ শহীদুল্লাহ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করেন।
জেলা সম্মিলিত সাংস্কৃতির জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা সম্মিলিত সাংস্কৃতির জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
উদ্বোধনী দিনে শিশুদের প্লে থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গীতিচর্চা সঙ্গীতালয়ের বর্ণমালা লেখা প্রতিযোগিতা, জোটের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদ খোকন পার্কের বাইরে শহীদ মিনার কেন্দ্র করে বসানো হয়েছে বইমেলার স্টল।
জেলা সম্মিলিত সাংস্কৃতির জোটের সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, মেলায় প্রতিদিন জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
মেলা ঘিরে প্রতিদিন প্রকাশ হবে বইমেলা বুলেটিন। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজনও থাকবে মেলায়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমবিএইচ/এএ