ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে দুই শিক্ষককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
কালীগঞ্জে দুই শিক্ষককে মারধর কালীগঞ্জে দুই শিক্ষককে মারধর

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার খণ্ডরচড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমারকে মারধর করেন সাবেক কমিটির সভাপতি ও তার লোকজন। একই ঘটনায় এর আগে রোববার প্রধান শিক্ষক আব্দুল লতিফকে মারধর করা হয়।

মরধরের পর ইন্দ্রজি‍ৎ কুমারকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, সাবেক সভাপতি গোলজার হোসেন মিন্টুর লোকজন অহেতুক আমার ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
 
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।