ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে ৬৫টি ভারতীয় গরু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
দেওয়ানগঞ্জে ৬৫টি ভারতীয় গরু উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে গরু আসছে, এমন খবরের ভিত্তিতে বিজিবি’র টহল দল দেওয়ানগঞ্জের সীমান্ত এলাকার ১১টি স্থানে রোববার রাত থেকে অভিযান শুরু করে। অভিযানে ৬৫টি গরু উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।
 
উদ্ধার হওয়া ভারতীয় গরুগুলো রৌমারী কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান মেজর আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।