গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ ঘর পুড়ে ছাই
দোহার, ঢাকা: ঢাকার দোহার উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর জয়পাড়ার দাসপাড়া এলাকার অজয় পালের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অজয় পালের ভাড়া বাড়ির ভাড়াটিয়া নারায়ণ দাসের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। একে একে সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোহার থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।