বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির জামালপুরের কামালপুরে নোম্যান্সল্যান্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী বিশাল রানী।
এসময় বিজিবির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ৩৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আমিনুল ইসলাম, বাগারচর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মুর্শেদ আলম ও কামালপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার আমিনুল ইসলাম।
এদিকে বিএসএফের প্রতিনিধি দলে স্টাফ অফিসার শ্রী আর এস বেনকটি, কোম্পানি কমান্ডার শ্রী অৎয় কুমার চৌধুরী ও কোম্পানি কমান্ডার শ্রী প্রকাশ চন্দ্র জগী উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, বন্যহাতির আক্রমণ প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বন্ধ নিয়ে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়।
গরু পাচারের নতুন পথ জামালপুর সীমান্তে পাচারকারীদের তৎপরতা রোধে বিশেষ নজর দেওয়ার আহবান জানান উভয় দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ