ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাক্টর দুর্ঘটনায় হেলপার নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
পার্বতীপুরে ট্রাক্টর দুর্ঘটনায় হেলপার নিহত  ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদীবাড়ী এলাকায় পাওয়ার টিলার (ট্রাক্টর) দুর্ঘটনায় এর হেলপার সুজন রায় (১৭) নামে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আহত হয় সুজন। এ অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত সুজন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার কুমারপাড়ার নীলকণ্ঠ রায়ের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে হেলপার সুজন ট্রাক্টর চালিয়ে উপজেলা শহর থেকে চান্দাপাড়া যাচ্ছিল।

পথে হলদীবাড়ী এলাকায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় সুজন। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।