বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় বাসের চাপায় মুন্নী বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বানারীপাড়া সদরের ঘোষ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নী উপজেলার ডাকবাংলো সড়ক এলাকার মো. শাহীনের স্ত্রী।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মুন্নী তার শিশু সন্তানকে রেড সান প্রি ক্যাডেট কোচিং সেন্টারে দিয়ে বাসায় ফিরছিলেন।
এসময় সেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মুন্নীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমএস/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।