বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা হাসপাতাল সড়কের মাজেদা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আইয়ুব আলী উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা আবদুল্লাহ আল হিরা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা মোটরসাইকেল আরোহী ওই আইয়ুবকে আটক করে। এ সময় তার মোটরসাইকেলের সিটের ভেতরে আঠা দিয়ে লাগানো ৫০০ টাকার ১২টি জালনোট পাওয়া যায়। জব্দ করা প্রতিটি নোটের নম্বর একই।
পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা করবে।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসআই