ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বরগুনায় ২ মাদক বিক্রেতা আটক

বরগুনা: বরগুনায় দুই মাদক বিক্রেতাকে পাঁচশ’ গ্রাম গাঁজাসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন-বরগুনা সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের মৃত আবদুল লতিফ ঘরামীর ছেলে মো. কামাল ঘরামী এবং পূর্ব ফেরিঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল।

আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুজ্জামান রেজা বাংলানিউজকে জানান, আজিজ চৌকিদার, আমজাদ মার্কেটের খোকন মৃধা ও এই ইউনিয়নের পুলিশিং কমিটির সহযোগিতায় দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।


বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সকালে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।