আটক ব্যক্তিরা হলেন-বরগুনা সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের মৃত আবদুল লতিফ ঘরামীর ছেলে মো. কামাল ঘরামী এবং পূর্ব ফেরিঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল।
আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুজ্জামান রেজা বাংলানিউজকে জানান, আজিজ চৌকিদার, আমজাদ মার্কেটের খোকন মৃধা ও এই ইউনিয়নের পুলিশিং কমিটির সহযোগিতায় দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সকালে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসআই