ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে জাটকাসহ আটক মাছ ব্যবসায়ীর জরিমানা      

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
রাজাপুরে জাটকাসহ আটক মাছ ব্যবসায়ীর জরিমানা      

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী হাট থেকে দুই মণ জাটকাসহ (ছোট ইলিশ) আটক এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল এ জরিমানা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুক্তারানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে বাঘড়ী হাটে অভিযান চালিয়ে দুই মণ জাটকাসহ সেলিম সরদারকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।