জিয়া চরমপন্থি সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র সেকেন্ড ইন কমান্ড।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত হাতকাটা জিয়ার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমআরএম/এসএইচ