ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বন্দুকযুদ্ধে হাতকাটা জিয়া নিহত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
খুলনায় বন্দুকযুদ্ধে হাতকাটা জিয়া নিহত

খুলনা: খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন।
​শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে হরিণটানার সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের ৫ সদস্যও আহত হয়।
 

জিয়া চরমপন্থি সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র সেকেন্ড ইন কমান্ড।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ঘটনাস্থলে হাতকাটা জিয়া গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত হাতকাটা জিয়ার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।