ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ ঘটনা ঘটে।

রেললাইনের গেটম্যান মনির হোসেন বাংলানিউজকে জানান, ভোরে ওই ব্যক্তির মরদেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএস/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।