ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
পাথরঘাটায় ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার পাথরঘাটায় ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে একটি ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার করেছে টাইগার টিম। শুক্রবার (২৪ ফেরুয়ারি) উপজেলার রুহিতার বন থেকে সাপটি উদ্ধার করা হয়।

বনবিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা আনোয়রুল কবির বাংলানিউজকে বলেন, রুহিতা বনে এলাকাবাসী ছোন কাটতে গেলে সাপটি দেখতে পায়। এ সময় টাইগার টিমকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা ওই সাপটি উদ্ধার করে।

পরে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে এবং বলেশ্বর নদের মাঝের চর এলাকায় সকাল ১১টার দিকে অবমুক্ত করে দেয়। সাপটি অন্তত ৮ হাত লম্বা হবে।

টাইগার টিমের টিম লিডার মো. জাকির হোসেন মুন্সি বাংলানিউজকে বলেন, গ্রামের কিছু লোক ছোন কাটতে গিয়ে সাপটি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে অল্প সময়ের মধ্যে সাপটি উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।