ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে সড়ক দুর্ঘটনায় ৫ এসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
চাটখিলে সড়ক দুর্ঘটনায় ৫ এসআই আহত

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ উপ পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার মুনছির রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- এসআই মিলটন রহমান, জসিম, নুর আজম, মহসিন ও লুৎফুর রহমান।


 
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, রাতে ওই পাঁচ এসআই এলাকায় টহল দেওয়ার জন্য মাইক্রোবাস নিয়ে বের হয়। টহল শেষ করে সকালে থানায় আসার পথে কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা পাঁচ এসআই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তাদের মধ্যে মিলটন রহমান, জসিম ও নুর আজমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।