ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৪ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
কিশোরগঞ্জে ১৪ বসতঘর পুড়ে ছাই

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগুন লেগে পাঁচ পরিবারের ১৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মোসলেম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তফছির উদ্দিন, নজির হোসেন, সুজির আলী ও সালাম মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৪টি ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‍বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।