রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক আহসানুল কবির, ফোরম্যান আখতার হামিদ, ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুর রউফ, মেহফুজ তানজিল, এমও মোহাম্মদ আব্দুল্লাহ, স্টেশন অফিসার ওমর ফারুক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হুমায়ন কবীর প্রমুখ।
মহড়া পরিচালনা করেন রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন।
সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে আটকে পড়া আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর ব্যাপারে সবাইকে সচেতন করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএস/এএ