শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী বিএনসিসি ক্লাব প্রথম পূণর্মিলনী ২০১৭’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইন তার নিজস্ব ধারাই চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি ক্যাডেটকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। দেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্যাডেটরা ভূমিকা পালন করবে। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিশেষ অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ড. প্রফেসর মো. শাহাব উদ্দিন।
বর্তমান ও প্রাক্তন বিএনসিসির প্রায় এক হাজার প্রশিক্ষণার্থীর সমন্বয়ে বিএনসিসি ক্লাব পূণর্মিলনী ২০১৭’র বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি মোহাম্মদ ফারুক খাঁন এমপি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহম্মেদ বীরবিক্রম।
এছাড়া দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৭’র সভাপতিত্ব করেন প্রফেসর ড. ক্যাপ্টেন নাজমুল আহসান কলিমুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ