খুলনা বিভাগে শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান মেহেদী
সাতক্ষীরা: উদ্ভাবন চর্চায় সহায়তা করায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউস মাঠে ‘উদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’র সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে সাঈদ মেহেদীর হাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।