শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাই আমতলী উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার বাসিন্দা।
আমতলী থানা সূত্রে জানা যায়, কুকুয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিবের বাড়িতে কয়েকদিন ধরে ঘর মেরামতের কাজ করছিলেন আব্দুল হাই। প্রতিদিনের মতো সকলে আব্দুল হাই কাজ করার জন্য ঘরের টিনের চালে ওঠে। এসময় চালের ওপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ বাংলানিউজকে জানান, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি