শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে গুলশান থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গুলশান-১ এর ২/এ রোডের ১৩৫ নম্বর বাসার পেছনের লেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তার শরীরের চামড়া অনেকাংশ উঠে গেছে। ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজেডএস/ওএইচ/আরআই