শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুদু শেখের বাড়ি কুড়িগ্রাম জেলার বুড়িমারি উপজেলার সিংজার মধ্যপাড়া গ্রামে।
মির্জাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা পুষ্টকামুরী চরপাড়া এলাকায় দুদু শেখের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজি/আরএ