ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তার সহকর্মীরা জানান, ধানমন্ডির ৭/এ রোডের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলো সাইফুল। পানি তোলার জন্য মোটরের সুইচ চালু গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
সাইফুল গাইবান্ধার সাঘাটা উপজেলার কদমশহর গ্রামের সাদা মিয়ার ছেলে।
তার সহকর্মী সীমান্ত আরও জানান, দুপুরে খাবার বিরতি শেষে ফের কাজ শুরু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল।
দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজেডএস/এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।