ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে তালিকাভ‍ুক্ত জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আত্রাইয়ে তালিকাভ‍ুক্ত জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভ‍ুক্ত জেএমবি সদস্য নজরুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল উপজেলার থাওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, ২০০৪ সালে সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘বাংলা ভাই’ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন ‘জেএমবি’ দল গঠন করে। সেসময় থেকে নজরুল হত্যাযজ্ঞ, নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে থানায় অপহরণসহ দু’টি মামলা রয়েছে। নজরুল দীর্ঘদিন দুবাই ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাব‍াদ শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।