শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল উপজেলার থাওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, ২০০৪ সালে সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘বাংলা ভাই’ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন ‘জেএমবি’ দল গঠন করে। সেসময় থেকে নজরুল হত্যাযজ্ঞ, নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে থানায় অপহরণসহ দু’টি মামলা রয়েছে। নজরুল দীর্ঘদিন দুবাই ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজি/আরএ