ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক পাচারকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
দেবিদ্বারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক পাচারকারী গ্রেফতার দেবিদ্বারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক পাচারকারী গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ খোরশেদ ওরফে কানা খোরশেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে দেবিদ্বার, বুড়িচং ও আড়াইহাজার থানাসহ কয়েকটি থানায় এক ডজনেরও বেশি মাদক পাচারের মামলা রয়েছে। এছাড়াও, দেবিদ্বার থানায় চারটি মাদক মামলার ওয়ারেন্টও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।