ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে আহত ৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁদমারি এলাকায় বাসের ধাক্কার অটোরিকশা উল্টে শিশু ও অটোরিকশার চালকসহ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশা চালক আব্দুল জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী উৎসব পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

এতে অটোরিকশার সব যাত্রী আহত হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে জানান, আমি টহলে ছিলাম। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যেতে থাকলে ধাওয়া করে জালকুড়ি এলাকায় গিয়ে আটক করি। এ সময় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আহতদের শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধী দেওয়া হচ্ছে বলেও জানান মাসুদ রানা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।