শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশা চালক আব্দুল জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী উৎসব পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে জানান, আমি টহলে ছিলাম। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যেতে থাকলে ধাওয়া করে জালকুড়ি এলাকায় গিয়ে আটক করি। এ সময় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
আহতদের শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধী দেওয়া হচ্ছে বলেও জানান মাসুদ রানা।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরআইএস/এসএইচ