ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা বিভাগে শ্রেষ্ঠ ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
খুলনা বিভাগে শ্রেষ্ঠ ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিন সনদ গ্রহণ করছেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিন

সাতক্ষীরা: উদ্ভাবন চর্চায় সহায়তা করায় খুলনা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউস মাঠে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে আয়োজিত ‘উদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে আবুল কাশেম মো. মহিউদ্দিনের হাতে সম্মননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।