শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মায় চর আলাতুলীতে অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করা হয়।
তিনি জানান, বিজিবি গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে হেরোইনগুলো জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
হেরোইনগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানিয়ে পরে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে, জানান এই বিজিবি কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএস/এটি