রোববার (১৬ এপ্রিল) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহালদিয়া গ্রামে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরে ওই গৃহবধূর মৃত্যু হয়।
গৃহবধূর বড় ভাই ছাহিদুল ফকির বাংলানিউজকে জানান, রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলালের সঙ্গে তার বোন তাসলিমার কথা কাটাকাটি হয়।
ছাহিদুল অভিযোগ করে বলেন, ডাক্তার আমার বোনকে হাসপাতালে ভর্তি করতে বললেও দুলাল তাকে ভর্তি করেননি। তাসলিমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার ভোরে তাকে পার্শ্ববর্তী ভাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/আরএ