মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে পরাজিত প্রার্থীর সমর্থকরা লাঠি-সোটা নিয়ে ব্যাপক শো-ডাউন করলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে জানান, সোমবার বিকেলের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা লাঠি-সোটা নিয়ে শো-ডাউন করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, নির্বাচনের পর কিছু হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সারা দেশে ১৫৬ ইউপির নির্বাচন হয়। এ নির্বাচনে এনায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদার পরাজিত হন। এখানে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রেহেনা নেয়ামুল আকন। এ নিয়ে বিরোধের জের ধরে সোমবার উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পাল্টাপাল্টি হামলায় দু’পক্ষের অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়। এতে আহত হন উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরএ/এসআই