আটককৃতরা হলেন- মো. আবু হানিফ ওরফে চেয়ারম্যান, মো. আফছার আলী, মো. নজরুল ইসলাম, মো. মুক্তার হোসেন এবং মো. রহিচ উদ্দিন।
আটকরা এটি সাপের বিষ বলে দাবি করেছে।
এদিকে গোয়েন্দা পুলিশ বলছে, উদ্ধারকৃত জিনিসগুলো আসলেই ‘সাপের বিষ’ কি-না তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার ও প্রধান আবদুল বাতেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিমানবন্দর জোনাল টিম একটি অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ফল রাখার বক্সে ২টি কৌটায় বাদামি রংয়ের তরল জাতীয় পদার্থ, ২টি কৌটায় সাদা রংয়ের পাউডার জাতীয় পদার্থ এবং আরো ২টি কৌটায় মধ্যে নীল জাতীয় পাউডার সাদৃশ পদার্থ উদ্ধার করা হয়।
প্রতিটি কৌটার উপরে হলুদ কাগজে কালো রংয়ের হরফে ইংরেজিতে ‘RED DRAGON COMPANY MADE IN FRANCE, CODE NO.- 80975’, ‘COBRA’ ও ‘SNAKE POISON OF FRANCE, CAREFULLY HANDLING’ লেখা আছে বলেও জানান তিনি।
তিনি বলেন, চক্রটি দাবি করেছে উদ্ধারকৃত ৬টি কাচের পাত্রে ১২ পাউন্ড বিষ আছে। যার বাজারমূল্য ৫০ কোটি টাকা। তবে আসল বিষের দাম এতো হওয়ার কথা নয়। বিষগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।
আটকদের বরাতে তিনি বলেন, তারা দাবি করছে এগুলো ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে। তবে সাপের বিষ ক্রয়-বিক্রয় পুরোটাই একটা প্রতারণা। যারা এসব নিয়ে ব্যবসা করে তারা নিজেরাই ক্রেতা, নিজেরাই বিক্রেতা সাজে।
তাদের তৎপরতা দেখে তৃতীয় পক্ষের কেউ লাভের আশায় কিনতে আসে। তখন তার কাছে বিক্রি করে দেওয়া হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা এপ্রিল ১৮, ২০১৭
এসজেএ/ জেডএস