ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
মাগুরায় জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন মাগুরায় জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে কার্যক্রম’ প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলা তথ্য অফিস দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুবুর রহমান।


 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার সাহা, জেলা তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ, ইমাম, পুরোহিতসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।  

ওরিয়েন্টেশনে বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা ও জন্ম নিবন্ধন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।