ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় নসিমনচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
লোহাগড়ায় নসিমনচাপায় স্কুলছাত্র নিহত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের চাপায় নাইম শেখ (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নাইম সারোল গ্রামের নাসিরউদ্দিন শেখের ছেলে।

সে সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, চারজন ছাত্র বিদ্যালয়ের পূর্বপাশের সড়কে খেলা করছিল। এ সময় ইটবোঝাই একটি নসিমন নাইমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।