ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

৫৪ ইউপিতে নির্বাচন ২৩ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
৫৪ ইউপিতে নির্বাচন ২৩ মে

ঢাকা: আগামী ২৩ মে দেশের ৫৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৭ মে, আর ভোটগ্রহণ ২৩ মে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের এ তফসিল দিয়েছে সংস্থাটি।
 
৫৪টি ইউপির মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০টিতে।

এগুলো হলো-সাঘাটা উপজেলার ঘুড়িদহ; কাহালুরের দূর্গাপুর; মনোহরদীর চারমান্দালীয়, ক্ষিদিরপুর ও কৃষ্ণপুর; মীরপুরের চিথলিয়া ও ধুবইল; বরুড়ার শাকপুর ও ভাওকসার; কালিয়ার পঁচাগ্রাম ও পেড়লী; হিজলার ধুলখোলা; উজিরপুরের শিকারপুর; তালতলীর সোনাকাটা; রাগমগতি উপজেলার বড়খেরী, চর আব্দুল্ল্যাহ ও চর আলগী; উল্লাপাড়ার বড়হর, নাগরপুরের ভাড়রা এবং কুমিল্লা সদর দক্ষিণের পেরুল উত্তর।

এছাড়া আরো ৩৪টি ইউপিতে সাধারণ সদস্য, সংরক্ষিত সদস্য ও চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
কোন কোন ইউপিতে ভোট হবে দেখতে ক্লিক করুন:
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।