ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভুটানের রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ভুটানের রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ভুটানের রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

থিম্পু থেকে: রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে ভুটানের রাজপ্রাসাদে পৌঁছালে প্রধান ফটকে ভুটানের মন্ত্রিপরিষদের সদস্য, প্রোটোকল কর্মকর্তাসহ ঊদ্ধর্তন কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
 
ভুটানের ঐতিহ্যবাহী শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা জিগমে থেসার কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
 
সেখান থেকে প্রধানমন্ত্রীকে প্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভুটানের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, দুই পরিবারের সদস্যরা বেশ কিছুটা সময় একান্তে কাটান।
 
শহীদুল হক বলেন, রাজার ১৪ মাসের ছেলেকে প্রথম বার এক্সপোজ করা হয়েছে। রাজা খুব আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ছেলের দাদী বলে সম্বোধন করেন।
 
ভুটানের রাজা ও রানী, তাদের শিশু সন্তান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
 
এছাড়া ভুটানের রাজার এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুই দেশের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।