মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
মওলানা মাহফুজুর রহমান দুপুর আড়াইটার দিকে সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন, এসময় পূর্ব বিরোধের জের ধরে অপর শিক্ষক আতাউর রহমান ক্লাসে ঢুকে তাকে লাঠি দিয়ে মারতে থাকেন।
মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান বলেন, আতাউর রহমান মাদ্রাসায় এসে মওলানা মাহফুজুর রহমানের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি ও বহিরাগতদের আগমন ঘটতে পারে এ আশঙ্কায় তাৎক্ষণিক মাদ্রাসা ছুটি ঘোষণা করেছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বিয়ষটি তারা জানেন না। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ