ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের চেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
কেরানীগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের চেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ এপ্রিল) দিনগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারনগর ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়।

আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি ছুড়লে সুজন (২১) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আহত পুলিশ সদস্যরা হলেন- কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিহির বিশ্বাস ও এনেয়েত কবীর। তাদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে গুলিবিদ্ধ সুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় গুলিবিদ্ধ সুজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে এজাহারভুক্ত করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ জুবায়ের বাংলানিউজকে বলেন, সোমবার দিনগত রাতে তারানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ সদস্যরা। এসময় তারা চণ্ডিপুর এলাকায় এলে রাস্তায় বেরিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় তারা ছিনতাইয়ের উদ্দেশে পুলিশ সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন, এসময় আহত হন ৩ পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।