দীর্ঘ আন্দোলন সংগ্রাম, মানববন্ধন, সভা-সমাবেশ, স্মারকলিপি দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি পালনের পর তফসিল ঘোষণার খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
১৪ বছর পরে ১৭ এপ্রিল (সোমবার) প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মে মঙ্গলবার নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণ করবে নির্বাচন কমিশনার। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৫শ’ ৭৯ জন।
তবে সংশোধিতভাবে কিছু ভোটার বৃদ্ধি হতে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ