মঙ্গলবার (১৮ এপ্রিল) বিএনপির এ বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন, যেদিন দুদকের দায়ের করা একটি মামলায় আদালত সাক্কুর গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সাক্কুর বিজয়ী হওয়ার গেজেট প্রকাশের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, নির্বাচনের পর গেজেট করাও আমাদের কাজ।
সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, বিজয়ী প্রার্থী নাম-ঠিকনাসহ গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে হয়। তবে এ সময়ের মধ্যে শপথ নিতে না পারলে শপথ নেওয়ার সময়সীমা আবেদনের মাধ্যমে বাড়ানো যায়।
এদিকে শপথ নেওয়ার পরও তাকে কোনো অপরাধে বরখাস্তের সুযোগ থাকে। আবার গ্রেফতার হলেও শপথ নিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে জামিন নিয়ে শপথ নিতে হবে।
গত ৩০ মার্চ কুসিক নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ইইউডি/জেডএস