এভাবে অভিনব কায়দায় গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে ফেনীর আলিফ ফুড প্রোডাক্টস।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেনীর সার্কিট হাউজ রোডের আলিফ ফুড প্রোডাক্টের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এ অভিনব প্রতারণার তথ্য বেরিয়ে আসে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানার মালিক নিজেই স্বীকার করেন এ প্রতারণার কথা।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সোহেল রানা।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর নুরুল করিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএইচডি/ওএইচ/এএ