খুলনা রেলস্টেশন যখন ঘুমরাজ্য/ছবি: বাংলানিউজ
খুলনা রেল স্টেশন থেকে: মানুষ প্রায় দুই শতাধিক। এসেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। যাবেনও হয়তো বিভিন্ন এলাকায়। তবে আপাতত সবাই এক কাতারে। ঘুমাচ্ছেন নিশ্চিন্তে। দূর থেকে মনে হয় কোনো লজ কিংবা ডরমেটরি! যে দু’য়েকজন মানুষ ঘোরাঘুরি করছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন ঘুমের। ঘুমানো মানুষগুলোর অধিকাংশের মাথার পাশে বাঁশের চাটাই দিয়ে তৈরি টুপি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে এমনই দৃশ্য চোখে পড়লো খুলনা রেল স্টেশনের প্ল্যাটফর্মে।
এগিয়ে গিয়ে দু’একজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এসেছেন উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে।
যাবেন বাগেরহাটের ফকিরহাটে। সেখানে দিন বিশেক ধান কাটার কাজ করবেন তারা। কাজ শেষে আবার ফিরে যাবেন নিজ নিজ এলাকায়। মঙ্গলবার ভোর ৪টায় উঠে খুলনায় নেমেছেন রাত ১০টায়। আপাতত যাওয়ার জায়গা নেই। তাই রেলস্টেশনটাকেই বানিয়ে ফেলেছেন ঘুমরাজ্য।
রেল স্টেশনে খোঁজ খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ২টায় খুলনা থেকে গোয়ালন্দগামী একটি মেইল ট্রেন রয়েছে। এছাড়া রাত সাড়ে ৮টায় ঢাকা, সোয়া ৯টায় চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে দু’টি ট্রেন।
এ সুযোগে উত্তরাঞ্চল থেকে আসা শ্রমিক-দিনমজুররা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন রেল স্টেশনে।
স্টেশনের প্ল্যাটফর্ম ব্যস্ত থাকে সবসময়। কখনও যাত্রীদের ভিড়ে, কখনও যাত্রীদেরই রাতের আবাসস্থল হিসেবে।
![লোগো](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/1-(1)20170419003944.jpg)
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।