মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় কুয়েটের খান জাহান আলী হলের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. মাহমুদুল হাসান বলছিলেন এভাবেই।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস ও ল্যাব শেষ করে হলে ফিরে বিশ্রাম নেওয়ার কথা হলেও আয়েশে সমর্পণ করেন না নিজেকে।
![খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)/ছবি: মুন্না-বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/kuet120170419024508.jpg)
হাসান বলছিলেন, প্রকৃতপক্ষে কুয়েটের শিক্ষার্থীদের সন্ধ্যা হয় রাত ১০টার পর থেকে। পাখিরা যেমন সন্ধ্যায় বাড়ি ফেরে, তেমনি এখানের শিক্ষার্থীরা রাত ১০টার পর থেকে আস্তে আস্তে হলে ফিরতে শুরু করেন। তবে বিশেষ কিছু রাত যেমন মাসিক ফিস্ট, অ্যানুয়াল ফিস্টের রাতগুলোতে সন্ধ্যার পর থেকেই হলগুলোতে জমে ওঠে আড্ডা।
![খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে আড্ডা/ছবি: মুন্না-বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/kuet620170419024616.jpg)
![খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (কুয়েট)/ছবি: মুন্না-বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/kuet320170419024824.jpg)
কুয়েটের একমাত্র ছাত্রী হল বেগম রোকেয়া হল। ছেলেদের হলগুলোর তুলনায় এ হলও ব্যতিক্রম নয়। তবে এখানে ছাত্রীদের রাত ৯টার মধ্যে হলে ফিরতে হয়।
রোকেয়া হলের চতুর্থ বর্ষের বিদায়ী ছাত্রী শারমিনা রহমান বুশরা জানান, রাতে মেয়েরা সাজসজ্জা ও রূপচর্চা নিয়ে কিছুটা ব্যস্ত থাকে, কেউবা রান্নার রেসিপি চর্চা আর প্রিয় বান্ধবীর জন্য গিফট বানানো রোকেয়া হলের ছাত্রীদের একটি ঐতিহ্য।
![খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়//ছবি: মুন্না-বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/kuet520170419024924.jpg)
খান জাহান আলী হলের চতুর্থ বর্ষের ছাত্র খালিদ হাসান রেহমান বাংলানিউজকে বলেন, আসলে কুয়েটে প্রতিটি রাত যেমন তেমন হোক না কেন বৃহস্পতিবারের রাতটি আমাদের জন্য স্পেশাল। প্রতি সপ্তাহে আমরা এ রাতটির জন্য অপেক্ষা করি। এ দিন ক্লাস শেষে দলবেঁধে বন্ধুরা মিলে শহরে খেতে যাই। রাত কেটে যায় কার্ড খেলে অথবা ইংলিশ টিভি সিরিয়াল, কোরিয়ান মুভি দেখে। আর যদি ঐ রাতে কোনো এল-ক্ল্যাসিকো অথবা বাংলাদেশের খেলা থাকে, তবে সেটা আমাদের জন্য ঈদের রাতের মতোই মনে হয়!
রাতের কুয়েট দেখতে অসম্ভব সুন্দর। ঢুকতেই নজরকাড়া মেইন গেট, তার সামনে হলিউড স্টাইলে লেখা KUET যে সবার মন জয় করবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এতো ব্যস্ততা ও সৌন্দর্যের মধ্যেও শিক্ষার্থীরা সারাদিন ক্লাস, ল্যাব করে ও রাতে ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্টের প্রস্তুতি নিতে গিয়ে সত্যিই যান্ত্রিক হয়ে ওঠে। এই যান্ত্রিকতা এসে ভাঙে সপ্তাহ শেষের শুক্র আর শনিবার।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমআরএম/এএ