রাতের খুলনা মানেই নগরের রূপসা ঘাট, সাতরাস্তার মোড়, রেলওয়ে স্টেশন, সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার, জিরো পয়েন্ট, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ কিছু এলাকা।
রাতের শুরুতে খুলনা নগরের রয়েল চত্বরে সড়কদ্বীপ আর আশপাশের রঙিন আলোর রশনাইয়ে মুখর হয়ে থাকে।
![রাতের খুলনা/ছবি: মানজার](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Khulna-City-Night--19-04-1720170419051040.jpg)
বিভিন্ন পেশাজীবীর আড্ডাস্থল সাতরাস্তার মোড় রাতের আঁধার ভেঙে ওঠে জেগে।
![রাতের খুলনা/ছবি: মানজার](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Khulna-City-Night-320170419051119.jpg)
রাতের নিশ্চিন্ত আশ্রয় হিসেবে অনেকেই মাথা গোঁজেন রেলস্টেশনের প্ল্যাটফর্মে।
![রাতের খুলনা/ছবি: মানজার](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Khulna-City-Night--420170419051149.jpg)
উদ্বেগ, উৎকণ্ঠা আর ভোগান্তিতে রাত কাটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দার মেঝেতে স্থান পাওয়া রোগী আর স্বজনদের।
![রাতের খুলনা/ছবি: মানজার](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Khulna-City-Night--520170419051208.jpg)
নগরীর রাতের আহার বলতে শুধু রেলস্টেশনের বাইরে কয়েকটা হোটেল।
![রাতের খুলনা/ছবি: মানজার](http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Khulna-City-Night--620170419051225.jpg)
রাত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচঞ্চলতা বাড়ে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারের।
সোডিয়াম বাতির হলুদ আলোয় আলোকিত থাকে জিরো পয়েন্ট চত্বর। দূর-দূরান্ত থেকে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা বিখ্যাত চুই ঝালের মাংস খেতে রাতভর এখানে ভিড় জমান।
রাতের নিস্তব্ধ নগরে ছিন্নমূল মানুষের জীবন সংগ্রামের পাশাপাশি রঙিন আলোর ঝলমলে বাতি চোখে পড়ে। শহুরে কোলাহল থেমে গেলে এ যেনো এক অন্য খুলনা।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ