ফলে চরম বিপাকে পড়েছেন কর্মস্থলগামী অসংখ্য মানুষ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ফার্মগেট এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
যাত্রীদের অভিযোগ, গত চারদিন ধরে একই অবস্থার শিকার সাধারণ মানুষ। কিন্তু প্রশাসন বা মালিকপক্ষ এ অচলাবস্থা নিরসনে এগিয়ে আসছে না। সিটিং সার্ভিসের মতো অন্যায় একটি বিষয় নিয়ে মালিকপক্ষ যে অরাজকতা সৃষ্টি করছে, তার বিচার হওয়া উচিৎ।
ফার্মগেট মোড়ে বাসের জন্য অপেক্ষমান যাত্রী শহিদুল হক বাংলানিউজকে বলেন, ‘সকাল সাড়ে সাতটা বাজে, কিন্তু এখনো কোনো বাসের দেখা নেই। অন্যান্য দিনের এ সময়টায় ফার্মগেট এলাকায় যানজট থাকতো, কিন্তু আজ ফাঁকা’।
‘মালিকপক্ষ যতো যাই করুক না কেন, আমরা লোকালেরই পক্ষে’।
যাত্রী ছানাউল্লা খান বাংলানিউজকে বলেন, ‘পরিবহনগুলো যা কিছুই করুক না কেন, আমরা লোকাল সার্ভিসেরই পক্ষে। কতোদিন এভাবে আর চলবে, আমরাও দেখবো। প্রয়োজনে অফিসে হেঁটে যাবো, কিন্তু সিটিং সার্ভিসে যাবো না’।
অল্প কয়েকটি গণপরিবহন চলাচল করলেও তা অফিসগামী যাত্রীর তুলনায় যথেষ্ট নয়। ফলে ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছেন নগরবাসী।
তবে পরিবহন কর্তৃপক্ষ সিটিং সার্ভিস বন্ধের বিপক্ষে। তারা বলছেন, ‘এ অচলাবস্থা আরও কয়েকদিন চলবে’।
মিরপুর ১২ থেকে মতিঝিলগামী ল্যামাস পরিবহনের চালক কাজল মিয়া বলেন, ‘আমার মনে হচ্ছে, এ অবস্থা আর কয়েকদিন চলবে। শেষ পর্যন্ত মালিকরা হয়তো সিটিং বন্ধের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারেন’।
বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭ আপডেট: ১০৪২ ঘণ্টা
এমএ/আরআর/এএ/এএসআর