ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাসাইলে চাচাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বাসাইলে চাচাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে নিলু সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও ভাতিজির স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবার জানায়, সকালে বাড়ির পাশে কোদাল দিয়ে মাটি ভরাটের কাজ করছিলেন নিলু ও তার পরিবারের লোকজন।

এ সময় তার ভাতিজা দিপক সরকার ও ভাতিজির স্বামী সুবল সরকার তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা নিলুকে মারধর করেন। এতে নিলু নিস্তেজ হয়ে পড়লে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর অবস্থায় নিলুকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।