বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন বাটা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
এর আগে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. কাওছার আলম বাংলানিউজকে জানান, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ করে স্কুল পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
অবরোধের পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএস/জিপি/বিএস